জুমবাংলা ডেস্ক : ইউনানি চিকিৎসা ক্ষেত্রে ভারতের কিংবদন্তিতুল্য চিকিৎসক ও শিক্ষাবিদ এবং সম্প্রতি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানি চেয়ার হিসেবে নিয়োগকৃত অধ্যাপক ড. মনোয়ার হোসেন কাজমি হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়মিত চিকিৎসাসেবা দিচ্ছেন।
ঢাকার অদূরে মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত ইউনানি-আয়ুর্বেদিক ও এ্যালোপ্যাথিক চিকিৎসার সমন্বয়ে গড়ে উঠা হামদর্দ জেনারেল হাসপাতালের বহির্বিভাগে তিনি প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট অর্থাৎ ঘণ্টাব্যাপী রোগী দেখছেন। শ্বসনতন্ত্রের সমস্যা, বয়স্ক লোকদের স্মৃতিভ্রম, সাইনুসাইটিস, মাইগ্রেন, ব্রেন স্ট্রোক পরবর্তি চিকিৎসা নিউরো রিহ্যাবিলিটিস, প্রিভেনটিভ কার্ডিওলোজি, ক্রনিক ডিজিস, সব ধরনের বাতের ব্যথা, স্থূলতা দূরীকরণ এবং যৌন চিকিৎসা নিরসণে তার দেয়া পরামর্শ মোতাবেক চিকিৎসা গ্রহণ করে ইতোমধ্যে বিপুল সংখ্যক রোগী সুস্থ হয়ে উঠেছেন। যে কেউ চাইলে সরাসরি ০১৯৫৮ ৪৬৬০৮২ নম্বরে যোগাযোগ করে অধ্যাপক ড. মনোয়ার হোসেন কাজমি’র সিরিয়াল নিতে পারেন।
এ ছাড়া, ইউনানি পদ্ধতিতে চিকিৎসা নিতে রোগীদের আগ্রহী করতে প্রতি শনি ও বুধবার হাসপাতালে মোটিভেশনাল সেশনে পরামর্শ দিচ্ছেন অধ্যাপক ড. মনোয়ার হোসেন কাজমি।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত অধ্যাপক ড. মনোয়ার হোসেন কাজমি ‘ইউনানি চেয়ার’ হিসেবে গত ৩১ মার্চ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যোগদান করেন। ইউজিসির নীতিমালা অনুসরণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন (সিসিরাম) এর মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমেই ভারত সরকার একজন ইউনানি বিষয়ক গবেষক ও অধ্যাপককে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে পাঠিয়েছে। বিজ্ঞপ্তি।
ছাত্রজীবনে ৭ লাখ টাকা আর ১৫ জন কর্মী নিয়ে শুরু, এখন প্রতিষ্ঠানে ২০০ কর্মী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।