জুমবাংলা ডেস্ক : অনুষ্ঠিত হলো রাজধানীর হামদর্দ পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের এমডি ও চিফ মোতাওয়াল্লি ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া প্রতিষ্ঠিত কলেজটির ক্রীড়া অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই তারকা মোহাম্মদ আশরাফুল ও জাভেদ ওমর বেলিম।
দিনব্যাপী এ আয়োজনে ২৭ ইভেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে ৫৮ শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি শিক্ষকদের ৪০০ মিটার ও হামদর্দ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি লে. জেনারেল (অব.) আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম। প্রতিযোগিতার আহ্বায়ক ছিলেন কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয়প্রধান হাবিবুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।