আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় হামলা বন্ধ করার জন্য তিন বন্দী ইসরাইলের প্রতি আবেদন জানিয়েছে। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রকাশিত এক ভিডিওতে তাদেরকে এই আবেদন জানাতে দেখা যায়।
ভিডিওতে বিস্তারিত না বলে কেবল শোনা যায় যে ‘আগামীকাল, আমরা তাদের ভাগ্য সম্পর্কে জানাব।’
হামাসের এক কর্মকর্তা ইসরাইলি বোমা হামলার পর কয়েকজন বন্দীর সাথে তারা যোগাযোগ হারিয়ে ফেলেছেন বলে জানানোর পর এই ভিডিওটি প্রকাশিত হলো।
হামাসের সশস্ত্র বিভাগ আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, কয়েক সপ্তাহ ধরে কয়েকজন বন্দীর ভাগ্য জানা যাচ্ছে না।
আবু ওবায়দা বলেন, ‘তাদের অনেকে সম্ভবত ইসরাইলি বোমা হামলায় নিহত হয়েছে।
তিনি বলেন,’বাকিরা বিপদে আছে এবং শত্রুরা তাদের ভাগ্যের জন্য দায়ী।’
রোববার রাতে হামাসের প্রকাশিত ভিডিওতে যে তিন নারী রয়েছে, তারা হলেন নোয়া আরগামানি (২৬), যোশি শারাবাদি (৫৩) এবং ইতাই সভিরস্কি (৩৮)।
ভিডিওতে তারা নিজেরাই নিজেদের পরিচয় জানান এবং ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানান তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের অভিযানে তাদের আটক করা হয়েছিল। হামাস তাদের মুক্তির শর্ত হিসেবে গাজায় হামলা বন্ধ করতে বলছে।
সূত্র : আল জাজিরা, জেরুসালেম পোস্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।