আন্তর্জাতিক ডেস্ক : জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতির সর্বসাম্প্রতিক ‘অনন্য উদার’ প্রস্তাব ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে দ্রুতই মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে সোমবার ব্লিনকেন এ আহ্বান জানান। সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে রয়েছেন ব্লিঙ্কেন।
সেখানে বিশেষ এক বৈঠকে তিনি বলেন, “গাজার জনগণ এবং হামাসের মাঝে কেবল একটি জিনিসই আছে। তাদেরকে (হামাস) সিদ্ধান্ত নিতে হবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তারা সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি আশাবাদী।”
সপ্তাহান্তে ইসরায়েলের দেওয়া পর্যায়ক্রমিক যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সোমবার মিশরের কায়রোয় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করার কথা আছে হামাসের আলোচকদের।
আলোচনা নিয়ে ব্রিফিং দিয়ে একটি সূত্র বলেছে, ইসরায়েলের প্রস্তাবে ৪০ জনের কিছু কম জিম্মি মুক্তির একটি চুক্তি মেনে নেওয়ার বিনিময়ে ইসরায়েলি জেল থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। আর যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ‘শান্ত সময়কাল বজায় রাখার’ কথা বলা হয়েছে।
রাফাহে ইসরায়েলের স্থল অভিযান শুরুর আগেই একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরায়েল ও হামাসের ওপর চাপ বাড়ছে। যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, মিশর ও কাতার।
ব্লিনকেন বলছেন,এখন কেবল হামাসই যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির পথে বাধা হয়ে আছে। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং দ্রুতই তা করতে হবে।
ওদিকে, ইসরায়েলকেও তিনি জানিয়ে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ নগরীতে ইসরায়েলের হামলাকে সমর্থন দিতে পারে না।
তবে ইসরায়েলের ভাষ্য, ওই নগরীতে হামাসের অবশিষ্ট চারটি ব্যাটেলিয়ন আছে। সেগুলোকে ধ্বংস করতে সেখানে অভিযান চালানো আবশ্যক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।