স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়রথ থামল ভারতের। এতে যদিও তাদের সেমিফাইনালে ওঠায় আপাতত কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ক্রিকেটারদের পারফরম্যান্স নিশ্চয়ই ভাবিয়ে তুলেছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। ছোট পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে একাধিক রান আউট মিস করেছে ভারত। ক্যাচ ফেলেছেন ফিল্ডাররা।
৫ উইকেট হারের পর এসবকেই দায়ী করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম, পিচ থেকে সহায়তা পাব। এটি পেসারদের জন্য সহায়ক হবে। তাই রান তাড়া করে জেতা সহজ হবে না। আমরা ব্যাট হাতে কিছু রান কম করেছি। আমরা ভালোই লড়াই করেছি, কিন্তু দক্ষিণ আফ্রিকা আজ আমাদের চেয়ে ভালো করেছে। আপনি যখন ১০ ওভারে ৩ উইকেটে ৪০ রান দেখবেন (আসলে ১০ ওভারে ৪৩ ছিল দক্ষিণ আফ্রিকার স্কোর), তার মানে আপনি ম্যাচে আছেন। মিলার এবং মার্করাম আজ ম্যাচ জেতানো জুটি উপহার দিয়েছে। আমাদের ফিল্ডিং ভালো হয়নি। আমরা ওদের অনেক বেশি সুযোগ দিয়ে ফেলেছি। আমরা যথেষ্ট ভালো খেলিনি। ’
বাজে ফিল্ডিংয়র দায় স্বীকার করে রোহিত আরো বলেন, ‘আগের দুই ম্যাচে আমাদের ফিল্ডিং খুব ভালো ছিল। আজ আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। একাধিক রান আউট মিস করেছি। অবশ্যই এখন আমাদের মাথা উঁচু রাখতে হবে এবং এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। আমি দেখেছি, শেষের ওভারগুলোতে স্পিনারদের সঙ্গে কী হয়, তাই ভিন্ন পথে হেঁটেছি। আমি যদি অ্যাশকে (অশ্বিন) দিয়ে শেষ ওভার করাতাম… আমি শুধু পেসারদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে চেয়েছিলাম। কিছু ক্ষেত্রে এটাকে ব্যবহার করতেই হবে। তা ছাড়া ডেভিড মিলারও দারুণ কিছু শট খেলেছে। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।