প্রায় একপেশে একটি ম্যাচকে চতুর্থ দিনের পড়ন্ত বেলায় রোমাঞ্চকর করে তুলেছিলেন মেহেদি হাসান মিরাজ। যদিও সফরকারী জিম্বাবুয়েই ম্যাচের শেষ হাসিটা হাসল। সিলেটে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে রোডেশিয়ানরা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে। এমন হারের মুহূর্তেও ব্যক্তিগত একটি রেকর্ড গড়েছেন মিরাজ। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এই স্পিন অলরাউন্ডার সর্বোচ্চ তিনবার এক টেস্টে ১০ উইকেট শিকার করেছেন।
এদিন আরও একটি ব্যক্তিগত মাইলফলক পূর্ণ করেছেন মিরাজ। ডানহাতি এই স্পিনার টেস্টে নিজের ২০০তম উইকেট শিকার করলেন নিজের ফাইফার পূর্ণ করার সঙ্গে সঙ্গেই। টেস্টে নিজের ৫২ ম্যাচ এবং ৯১তম ইনিংসে এই কীর্তি গড়লেন ২৭ বছর বয়সী এই তারকা। তবে বাংলাদেশের হয়ে এখনও টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার সাকিব আল হাসান (১২১ ইনিংসে ২৪৬ উইকেট)।
সাকিবের পর তালিকার দুইয়ে আছেন তাইজুল ইসলাম। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে কোনো উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে শিকার করেন ২ উইকেট। ফলে ৯৩টি টেস্ট ইনিংসে তার মোট শিকার ২১৯ উইকেট। এরপরই অবস্থান ২০০তম উইকেট পাওয়া মিরাজের। এ ছাড়া সাবেক স্পিনার মোহাম্মদ রফিক ৪৮ ইনিংসে ১০০ এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ৫১ টেস্ট ইনিংসে ৭৮ উইকেট নিয়েছেন।
তবে দুই ইনিংস মিলিয়ে মিরাজের ১০ উইকেট বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ তৃতীয়বার। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন ২ বার টেস্টে ১০ উইকেট নেওয়া তাইজুল ও সাকিবকে। এর মধ্যে সাকিব ইতোমধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। এ নিয়ে টেস্টে তিনবার ১০ উইকেট নিলেও প্রথমবার মিরপুরের বাইরে এই কীর্তি গড়লেন মিরাজ।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৪২ রানে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি তারকার বোলিং ফিগার ৫৫/৫। টেস্টে ফাইফারের দিক থেকেও বাংলাদেশি বোলারদের মধ্যে তিনে অবস্থান মিরাজের। সাদা পোশাকে সর্বোচ্চ ১৯ বার পাঁচ উইকেট শিকার করেছিলেন সাকিব। এ ছাড়া তাইজুল ১৫ এবং মিরাজ আজকের ম্যাচ দিয়ে ১২তম ফাইফার পূর্ণ করলেন।
প্রসঙ্গত, সিলেট টেস্টে বাংলাদেশ চরম ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে। প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত’র দল মাত্র ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর জিম্বাবুয়ে নিজেদের ইনিংসে ২৭৩ রান তোলে। ফলে বাংলাদেশ ৮২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে দ্বিতীয় ইনিংসের। যেখানে তাদের পুঁজি দাঁড়ায় ২৫৫ রানের। স্বাগতিকদের ১৭৪ রান তাড়া করতে নেমে ৩ উইকেটে জয় নিশ্চিত করেছে শন উইলিয়ামসের জিম্বাবুয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।