জুমবাংলা ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, আপনাদেরও আমরা নজরদারিতে রেখেছি। আপনারা কে কোথায় কি করছেন সব হিসাবের খাতায় জমা হচ্ছে। সব হিসাব আদায় করে নেওয়া হবে।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে জিয়া মঞ্চের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, একটা ফ্যাসিস্ট সরকারের আওতায় আমরা আছি। যে ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে নির্বাচিত শুধু মাত্র তারাই নয়; এর সঙ্গে দালাল এবং কিছু সাংবাদিক, কিছু মৌলভী, শিক্ষক ও পুলিশ আছেন, তারা সবাই মিলে কিন্ত এই সরকার এটা মনে রাখতে হবে এবং সিল মেরে রাখতে হবে এদেরকে।
তিনি বলেন, খবরদারি করেন, আড়ি পেতে থাকেন ফোনে, অডিও ফাঁস করেন, বাথরুমে কখন যাই তার পাহারা দেন, সব সময় বিগব্রাদারগিরি দেখান, কোথায় কি করছি তার নজরদারি রাখছেন? আপনাদের কেউ আজ বলে যাই। কোনোক্রমেই এই কথাটা ভুলে যাবেন না। আপনাদেরকেও আমরা নজরদারিতে রেখেছি। এইভাবে যেদিন হালখাতা খোলা হবে সেদিন সব হিসেব আদায় করে নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাবেক এমপি বিলকিস ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।