জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গা সদর উপজেলার বলদিয়া গ্রামে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে যাওয়ার দুই ঘণ্টা পর ওই যুবকের মৃত্যু হয়।
ওই যুবকের মৃত্যুর পর জেলা প্রশাসকের নির্দেশে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে। একই সঙ্গে ওই যুবকের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
মৃত যুবকের বাবা জানান, বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে আক্রান্ত ছিল ওই যুবক। বুধবার দুপুরে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে অসুস্থ অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর বলেন, ওই যুবকের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। বৃহস্পতিবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে না নিয়ে বাড়িতে নেয়ার দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) নজরুল ইসলাম সরকার বলেন, বিষয়টি জানার পর ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকা লকডাউন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।