হাসপাতাল ছেড়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। হার্টে জটিল ব্লক থাকলেও বাইপাস সার্জারির পর তিনি দ্রুত আরোগ্য লাভ করেছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
আমিরের শারীরিক অবস্থার সবশেষ অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসার উদ্দেশে রওনা হন জামায়াত আমির। এই সময় রাস্তার দু’পাশে দলের নেতাকর্মীরা হাত নাড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।
জামায়াত আমির এক মাসের মধ্যেই জনসম্মুখে নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. শহীদ আহমেদ চৌধুরী।
https://inews.zoombangla.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf/
এর আগে গত ২ আগস্ট বাইপাস সার্জারির জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। সফল সার্জারির পর ৫ আগস্ট পর্যন্ত কার্ডিয়াক আইসিইউতে রাখা হয়। এরপর ধীরে ধীরে সুস্থ হন তিনি।