জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ব্যক্তিগত গাড়িতে মারা গেছেন একজন ব্যাংকার। চিকৎসার জন্য হাসপাতালে যাওয়ার পর সেখান থেকে ‘ফিরিয়ে দিলে’ অন্য হাসপাতালে যাওয়ার পথে গাড়ির মধ্যে তিনি মারা যান।
সোমবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত ব্যাংকার জামসেদ হায়দার চৌধুরী এনসিসি ব্যাংক আগ্রাবাদ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসেবে কর্মরত ছিলেন। তার বাসা নগরের মেহেদিবাগ এলাকায়।
মৃত ব্যাংকারের পরিবারের আভিযোগ তার ভাই চিকিৎসা না পেয়ে মারা গেছেন।
জামসেদ হায়দারের ভাই জিয়া হায়দার বলেন, “আমার ভাই কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন এবং তার শ্বাসকষ্ট ছিলো। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) নিয়ে যাওয়া হয়। কিন্তু বিআইটিআইডি ফ্লু কর্নারে তাকে চিকিৎসা দেওয়া হয়নি। ডাক্তাররা তাকে চিকিৎসা না দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে।”
পরে হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই তার মৃত্যু হয় বলে জানান জিয়া।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)এর পরিচালক ডা. এমএ হাসান চৌধুরী বলেন,”ফ্লু কর্নারে অনেকেই চিকিৎসা নিতে আসেন। ডাক্তাররা রোগীকে দেখে নির্দেশনা দেন। শুধু করোনা শনাক্ত হওয়া রোগীকে আমরা ভর্তি করি। তাছাড়া করোনার উপসর্গ থাকলে রোগীকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আর অন্যান্য রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে যেতে বলা হয়। সম্ভবত ওই ব্যাংকার হৃদরোগে ভুগছিলেন। এজন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ফ্লু কর্নার থেকে রোগীকে কোথায় চিকিৎসা দিতে হবে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তাই চিকিৎসা না দেওয়ার অভিযোগটি যথাযথ নয়।”
ব্যাংক সূত্রে জানা গেছে, মৃত জামশেদ হায়দার গত ১০ দিন ধরে ছুটিতে ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।