Advertisement
বিনোদন ডেস্ক : পশ্চিবঙ্গের প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরেই সিওপিডিতে আক্রান্ত এ অভিনেতা। বুধবার সকালে হঠাৎ করে শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যায় তার।তখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয় হাসপাতালে।
কলকাতার গণমাধ্যম চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, আপাতত সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল।
প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা আরও জানান, সৌমিত্র চট্টোপাধ্যায় নিউমোনিয়ায় আক্রান্ত। প্রবীণ অভিনেতার বয়সের কথা মাথায় রেখে তার অন্যান্য শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই চিকিৎসার জন্য চার সদস্যের একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।