হাসপাতালে অভিনেত্রী রাহা তানহা

অভিনেত্রী

বিনোদন ডেস্ক: অনেক দিন হয় অভিনয়ে দেখা যায় না অভিনেত্রী রাহা তানহা খানকে। সবশেষ গত বছর ফিল্ম ক্লাবের নির্বাচনে চিত্রনায়ক ওমর সানির নেতৃত্বে গঠিত প্যানেল থেকে কার্যনির্বাহী পদে দাঁড়িয়েছিলেন। এবার হঠাৎ করে হাসপাতালে ভর্তির ছবি দিয়ে শিরোনামে এলেন তিনি।

অভিনেত্রী
রোববার (১৯ ফেব্রুয়ারি) ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন রাহা তানহা। ছবিতে তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায়। এতে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নানা প্রশ্নের তৈরি হয়।

অভিনেত্রী একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডায়েট করতে গিয়ে প্রেসার কমে গিয়েছিল। এ কারণে হাসপাতালে ভর্তি হতে হয়। তবে বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন এবং চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

তিনি দেশের বাইরে ছিলেন। দেশে ফিরে ডায়েট করতে গিয়ে প্রেসার কমে যায়। এতে অনেক অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে শারীরিক সব পরীক্ষা-নিরীক্ষার পর রোববার সন্ধ্যায় বাসায় ফিরেছেন বলে জানান রাহা তানহা।

এই অভিনেত্রী নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে পরিচিতি লাভ করেন উপস্থাপনা ও মডেল হিসেবে। এরপর ‘সারাংশে তুমি’, ‘ভালোবাসা ডটকম’ ও ‘রূপ’ সিনেমায় অভিনয় করতে দেখা যায় রাহা তানহাকে।

শুভর ক্রাশ তার স্ত্রী নন, একজন গায়িকা