আন্তর্জাতিক ডেস্ক : স্বাস্থ্য পরীক্ষার জন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। নিজস্ব সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানান, করোনাভাইরাস মহামারির মধ্যে অতিরিক্ত কাজের চাপে ‘অবসাদে’ ভুগছেন অ্যাবে। এরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলেন তিনি।
বিশ্বস্ত সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, সোমবার টোকিও’র কেইও বিশ্ববিদ্যালয় হাসপাতালে জাপানের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হয় ।
কেন ৬৬ বছর বয়সী অ্যাবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। তবে দেশটির নির্ভরযোগ্য সংবাদ সংস্থা কায়োদো নিউজ প্রধানমন্ত্রীর নিকটজনের বরাত দিয়ে জানিয়েছে, এটা আবের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছিল। সরকারি সূত্রের বরাত দিয়ে নিপ্পন টিভি জানিয়েছে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগ হওয়ার মতো নয়।
কায়োদোর নিউজের খবরে বলা হয়েছে, বছরে নিয়মিত দু’বার আবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সবশেষ তার মেডিকেল চেকআপ করা হয়েছিল ১৩ জুন। এবার ছিল তার ফলোআপ।
তবে এ ব্যাপারে জাপানের প্রধানমন্ত্রীর দফতর থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
২০১২ সাল থেকে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা অ্যাবের আলসারের সমস্যা রয়েছে। যথাযথ চিকিৎসার মাধ্যমে অসুখটি নিয়ন্ত্রণে রাখছেন তিনি।
গত সপ্তাহে জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির টেক্স প্যানেলের চেয়ারম্যান আকিরা আমারি জানিয়েছিলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় অত্যধিক কাজের চাপে অবসাদে ভুগতে পারেন প্রধানমন্ত্রী আবে।
ফুজি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রবিবার আমারি বলেন, “আমি তাকে বিরতি দিতে চাই। দায়িত্ব পালন নিয়ে তার অসাধারণ অনুভূতি রয়েছে। তিনি মনে করেন কাজ থেকে বিরতি নেওয়াটা ভুল।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।