Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনা উপসর্গসহ অসুস্থ এক দোকান কর্মচারীকে হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার মারা গেছে। তার নাম দীপঙ্কর সেন (৩২)। তিনি গাজীপুরের কালীগঞ্জ থানার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মতি লাল সেনের ছেলে।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান খাঁন ফারুক মাস্টার মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, ঢাকার তাঁতীবাজারের একটি স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করতেন দীপঙ্কর। তিনি বাড়ি থেকে তাঁতীবাজারে যাতায়াত করে কাজ করতেন।
গত কয়েকদিন ধরে তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হতে সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।