জুমবাংলা ডেস্ক : রংপুরের পীরগঞ্জ উপজেলা হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতক উদ্ধারের ৩৬ ঘণ্টার মধ্যে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে।
ওই নবজাতকের মা রায়পুর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণি থেকে ঝরে পড়া ছাত্রী।
বৃহস্পতিবার গ্রেফতার চারজনকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, পীরগঞ্জ উপজেলা হাসপাতালের ডাস্টবিন থেকে মঙ্গলবার রাতে শিশুর কান্না শুনতে পেয়ে পরিচ্ছন্নকর্মীরা এক ছেলে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় ‘মা’ পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে। পরে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য নবজাতকসহ মাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলার মহদিপুরে কুমারী মায়ের বাড়ি।
চিকিৎসাধীন ওই মায়ের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বুধবার সন্ধ্যায় কাজীরপাড়া গ্রামের আরিফুল ইসলামকে গ্রেফতার করে। পরে পীরগঞ্জ সদর থেকে পুলিশ উপজেলার সরলা-চান্দেরপাড়ার মৃত বিমল চন্দ্রের ছেলে তাপস চন্দ্র, ধনশালার সুবল রায়ের ছেলে সঞ্জিত কুমার রায় ও গাইবান্ধার সাদুল্লাপুরের বড় দাউদপুরের আতাউর রহমানের ছেলে রাহেল সরকার।
বৃহস্পতিবার নবজাতকের নানি বাদী হয়ে থানায় মামলা করেছেন।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, নবজাতক উদ্ধারের পর চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আরিফুল ছাড়া অপর তিনজন মেয়েটিকে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে।সূত্র : যুগান্তর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।