জুমবাংলা ডেস্ক : বিদেশে থেকেও ৫ আগস্টের একটি হত্যা মামলার আসামি করা হয়েছে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীরউত্তম ও পটুয়াখালীর কৃতি সন্তান মরহুম সামসুল আলম তালুকদারের বড় ছেলে হাসিব আলম তালুকদারকে।
একই মামলায় আসামি করা হয়েছে তার ছোট ভাই আশিকুর রহমান তালুকদারকেও ।
গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাহীন হাওলাদার (৪০) নামে একজন রিকশাচালক। ঘটনার একমাস পর গত ৭ সেপ্টেম্বর ঢাকার যাত্রাবাড়ি থানায় শাহীনের স্ত্রী স্বপ্না আক্তার বাদি হয়ে যাত্রাবাড়ি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আরও আসামি করা হয়েছে অজ্ঞাত প্রায় ২ হাজার ব্যক্তিতে।
এই মামলায় হাসিব আলম তালুকদারকে ১৮ নম্বর ও তার ভাই আশিকুর রহমানকে ৪৬ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া, মামলায় পটুয়াখালীর বাউফলের আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
হাসিব আলম তালুকদার জুমবাংলাকে বলেন, ‘আমি গত ২৪ জুলাই দেশ ত্যাগ করি এবং ২৫ জুলাই কানাডা চলে যাই। বর্তমানে আমি সেখানে অবস্থান করছি। অথচ আমাকে মামলায় আসামী করা হয়েছে। আসামী করা হয়েছে আমার ছোট ভাই আশিককেও। তদন্তে আমি ও আমার ভাই জড়িত থাকার প্রমাণ মিললে যেকোন শাস্তি মাথা পেতে নেব। আর জড়িত না থাকলে আমাদের যেন অব্যহতি দেয়া হয়।’
নিহত শাহীনের স্ত্রী ভোলা জেলার দৌলত খান উপজেলার বাসিন্দা স্বপ্না আক্তার একটি জাতীয় দৈনিককে বলেন, তিনি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল এবং যাত্রবাড়ি থানার একজন এসআইয়ের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন। কিন্তু একজন আইনজীবী তার স্বাক্ষর নিয়ে বাকিদের আসামি করেন।
মামলায় স্বপ্না উল্লেখ করেন, ৫ আগস্ট বিকেলে আন্দোলনে অংশ নিয়েছিলেন তাঁর স্বামী। সেদিন বিকেলে যাত্রাবাড়ী থানার সামনে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন শাহীন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যারা হয়রানিমূলক মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, যারা নিরীহ লোকের বিরুদ্ধে মামলা করছে, টাকা হাতিয়ে নেওয়ার জন্য মামলার ভয়ভীতি দেখাচ্ছে—তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।