হায়দরাবাদকে ১৬৩ রানের লক্ষ্য দিলো মুম্বাই ইন্ডিয়ান্স

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : জিততে পারলেই প্লে-অফ নিশ্চিত। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদকে ১৬৩ রানের লক্ষ্য বেধে দিয়েছে রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেছিলেন। ৫.২ ওভারে ৩৬ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা দু’জন। ১৮ বলে ২৪ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা।

তবে মুম্বাই ইন্ডিয়ান্সের দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি ককের ৫৮ বলে ৬৯ রানের ওপর ভর করেই মূলতঃ ১৬২ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স।

সুর্যকুমার যাদব ১৭ বলে করেন ২৩ রান। এভিন লুইস ৬ বলে করেন ১ রান। হার্দিক পান্ডিয়া ১০ বলে করেন ১৮ রান। কাইরন পোলার্ড করেন ৯ বলে ১০ রান। ক্রুনাল পান্ডিয়া করেন ৩ বলে ৯ রান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহ দাঁড়ায় ১৬২ রান। খলিল আহমেদ নেন ৩ উইকেট।