আন্তর্জাতিক ডেস্ক: হিজাব না পরা মহিলাদেরকে ‘কাটা তরমুজের’ সাথে তুলনা করেছেন এক তালেবান যোদ্ধা। এই মন্তব্য থেকেই পরিষ্কার তালেবানের কাছে আজও মেয়েরা স্রেফ ‘বস্তু’ ছাড়া আর কিছুই না।
ঠিক কী বলেছে ওই তালিবান যোদ্ধা? ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, ‘আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি গোটা তরমুজ কেনেন? অবশ্যই গোটা কেনেন। হিজাব না পরা মেয়েরা হল কাটা তরমুজ।’
বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার ভিডিওটি শেয়ার করেছেন সোশ্য়াল মিডিয়ায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্ক ঘনিয়েছে। এমনিতে তালেবান ক্ষমতায় আসার পরই ফতোয়া জারি করেছে, বাড়ির বাইরে বেরোতে হলে হিজাব পরতে হবেই মহিলাদের। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ক্ষেত্রে নিকাব পরাও বাধ্যতামূলক করা হয়েছে।
ওই ভিডিওটি দেখার পর ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘কেন তালিবানরা মেয়েদের কেনার কথা ভাবে?” অন্য একজন জানিয়েছেন, ”আমি বিশ্বাসই করতে পারছি না এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে কেন বিপুল জনবিক্ষোভের সৃষ্টি হচ্ছে না। অথচ গোটা বিশ্ব এই জঙ্গি গোষ্ঠীকে স্বীকৃতি দিতে ব্যস্ত। একজন মহিলা সব সময়ই স্বাধীন।’
মঙ্গলবার কাবুলের রাস্তায় তালিবানের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল আম আফগানিদের। মিছিলে পুরুষরা থাকলেও বোরখা পরিহিত মহিলাদের সংখ্যা ছিল অনেক বেশি। হাতে ছিল প্ল্যাকার্ড, আফগানিস্তানের পতাকা। মুখে ছিল পাকিস্তান, আইএসআইয়ের বিরুদ্ধে স্লোগান। একটি ছবিও ভাইরাল হয়েছে, যেখানে তালিবানের বন্দুকের সামনে অকুতোভয় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এক মহিলাকে। সেদেশে মহিলাদের অবদমিত করে রাখার তালিবানি চেষ্টার পরেও এত এই ধরনের প্রতিরোধ থেকে পরিষ্কার, এবার আর চুপ করে থাকতে রাজি নন আফগান মহিলারা।-সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।