Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home হিমেলের ছাদ বাগানে ৪০ প্রজাতির ফলের চাষ
    অন্যরকম খবর কৃষি

    হিমেলের ছাদ বাগানে ৪০ প্রজাতির ফলের চাষ

    March 18, 20244 Mins Read

    জুমবাংলা ডেস্ক : ‘চ্যানেল আইয়ে শাইখ সিরাজের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের বিভিন্ন ছাদবাগান দেখে ইচ্ছা জাগে কীভাবে ছাদ বাগান করা যায়। এরপর অনেকের পরামর্শ নিয়ে আমার বাড়ির ছাদে শখের ছাদ বাগান শুরু করি। চার বছর পর এখন নিজের ছাদবাগান দেখে নিজেই মুগ্ধ হই। নিজেকে আজ সফল মনে হচ্ছে।’

    সম্প্রতি কালবেলার কাছে এভাবেই নিজের ছাদবাগান করার অভিজ্ঞতা ব্যক্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট বন্দর এলাকার বেকার যুবক হিমেল মোল্লা।

    তার শখের ছাদবাগানে স্ট্রবেরিসহ দেশি-বিদেশি ৪০ প্রজাতির ফলের চাষ হয়েছে। বাগানের উৎপাদিত বিদেশি জাতের এসব ফল খেয়ে স্বজন ও প্রতিবেশীদের প্রশংসায় ভাসছেন তিনি।

    স্থানীয়দের থেকে জানা যায়, হিমেল পড়াশোনা শেষ করে দীর্ঘদিন ধরে বেকার জীবন পার করছিলেন। করোনার সময় ইউটিউব দেখে বাড়ির ছাদবাগানে দেশি-বিদেশি প্রজাতির বিভিন্ন ফলের বাগান করার পরিকল্পনা করেন। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে ফলের চারা সংগ্রহ শুরু। বর্তমানে তার বাগানে দেশি-বিদেশি প্রায় ৪০ প্রজাতির ফল গাছ রয়েছে। এসব ফল গাছের মধ্যে সবচেয়ে বেশি ফলন ধরেছে আর্লি গ্লো, আমেরিকান ফেস্টিবল, রাবি-৩ জাতের স্ট্রবেরি।

    এ ছাড়াও তার বাগানে ব্যানানা, ব্রুনাই কিং, মিয়াজাকি, কিউজাই প্রজাতির আম, মিসরীয়, ব্লাক জেনোয়া, সৌদি ইউলো প্রজাতির ত্বিন, পাকিস্তানি, থাই, মেক্সিকান, সুপার ভাগোয়ান, বিভিন্ন প্রজাতির আনার, বিকসন, ব্লাক রুবি, সবুজ মিস্টি, কোড-২৪ প্রজাতির আঙুর, থাইরেড, থাই গোল্ড, পিংক রোজ, ব্রুনি ও কলি মায়ারসহ প্রায় ৩৫টি জাতের ড্রাগন ফলের গাছ রয়েছে। হিমেলের বাগানে বাউ লেবু নামে একটি লেবু গাছ রয়েছে, যে গাছটিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রায় বিলুপ্ত গাছ হিসেবে চিহ্নিত করেছেন। বছরজুড়ে বাগানের এসব গাছে ফল ধরে। এসব ফলেই হিমেলের পরিবারের ফলের চাহিদা পূরণ হয়ে যায়। তার প্রতিবেশী অনেক বেকার যুবকের কাছে হিমেল এখন অনুপ্রেরণা। হিমেলের কাছ থেকে এসব গাছের চারা নিয়ে তারাও ছাদবাগান তৈরি করেছেন।

    রিফাত মাদবর ও অভি হাওলাদার নামে দুজন বলেন, আমরা হিমেল মোল্লার ছাদবাগান থেকে চারা নিয়ে বাণিজ্যিকভাবে এসব ফল উৎপাদনের চিন্তা করছি। হিমেল ভাই পড়াশোনা শেষ করে বিভিন্ন স্থান থেকে দেশি-বিদেশি ফলের গাছ এনে ছাদে চাষাবাদ করেছেন। তার গাছে প্রচুর ফল হলেও তিনি বিক্রি করেন না। পাড়া প্রতিবেশীসহ গরিবদের খাওয়ান। তার বাগান থেকে চারা ও পরামর্শ নিয়ে এবছর আমরাও বাগান তৈরি করেছি। আশা করছি আর বেকার ঘুরে বেড়াতে হবে না। এসব ফল বিক্রি করে আমরা সাবলম্বী হতে পারব।

    সাকিব মোল্লা নামে স্থানীয় এক যুবক বলেন, হিমেল ভাই ছোটবেলা থেকে যে কাজই করেন না কেনো, তা তিনি মনোযোগ দিয়ে করেন। বাণিজ্যিক উদ্দেশ্য না থাকলেও তিনি গাছগুলোর প্রতি যত্নশীল হয়েছেন বলেই সব গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে। আমরা প্রায় সময়ই তার বাগানে এসে ফল খাই। বিদেশি ফলগুলো খেতে বেশ ভালোই মজা লাগে।

    আনন্দ প্রকাশ করে ছাদ বাগাননের মালিক হিমেল মোল্লা বলেন, প্রথমে আমি আমগাছ দিয়ে শুরু করেছিলাম। ধীরে ধীরে বাগানের প্রতি আমার আগ্রহ বেড়েছে। এরপর আমি বিভিন্ন প্রকার গাছের চারা সংগ্রহ শুরু করি। আমার বাগানের স্পেশাল হলো- স্ট্রবেরি। এবছর অনেক ভালো ফলন হয়েছে। এগুলো আমি বিক্রি করি না। পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দিয়ে দেই। ফলগুলোর একটি অংশ আমি পাখির জন্য রেখে দেই। পাখি ফলগুলো খেলে আমার ভালো লাগে। বিদেশে চলে যাব বলে বাণিজ্যিকভাবে চাষ করি না। চাইলে যে কেউ ছাদবাগান করে মাসে লাখ টাকা আয় করতে পারে।

    তিনি আরও বলেন, প্রতিদিন গাছগুলোর পরিচর্যা করি। নিজের হাতে লাগানো গাছের টাটকা ফল দেখে মন জুড়িয়ে যায়। গাছ থেকে নিজ হাতে ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা। ছাদের বাগানে চাষ করা বিষমুক্ত ফল নিজেরা খাচ্ছি এবং আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতেও পাঠাচ্ছি।

    ইউপি মেম্বার মামুন মোল্লা বলেন, পড়াশোনা শেষ করে হিমেল বেকার ছিল। পরে সে ছাদ বাগান করে এখন সফলতা পেয়েছে। তার বাগানের স্ট্রবেরি ফল দেখতে অনেক সুন্দর এমনকি খেতেও মজা। তা ছাড়া হিমেলের বাগানের ফল খেতে বেশি মজা, কেননা তার বাগানের ফলে কোনো কেমিক্যাল নেই। যদিও হিমেল বাগানের ফল বিক্রি করে না। হিমেলকে দেখে বেকার যুবকরা অনুপ্রাণিত হয়ে সাবলম্বী হতে পারে।

    জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ বলেন, যুবক হিমেলের মতো প্রত্যেককে ছাদবাগান করার মতো নান্দনিক কাজকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ ধরনের ছাদবাগান গড়ে পারিবারিক ফল-সবজি ও পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। এতে করে নিজেরা উপকৃত হওয়ার পাশাপাশি সমাজও উপকৃত হবে। ছাদবাগান স্থাপনে আগ্রহীদের আগামীতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা, পরমর্শসহ সব ধরনের সহযোগিতা করা হবে।

    এক জালেই ধরা পড়ল ২০ লাখ টাকার মাছ

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ৪০ অন্যরকম কৃষি খবর চাষ ছাদ প্রজাতির ফলের বাগানে হিমেলের
    Related Posts
    হাঁস

    ছবিটি জুম করে দেখুন লুকিয়ে আছে একটি বাঘ, খুঁজে বের করুন

    May 8, 2025
    বাথরুম

    ছবিটি জুম করে দেখুন বাথরুমের মধ্যে একটি ভুল রয়েছে, জিনিয়াসরাই খুঁজে পাবেন

    May 8, 2025
    বুদ্ধিমান

    ছবিটি জুম করে দেখুন এটি বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান

    May 7, 2025
    সর্বশেষ সংবাদ
    Nike
    Nike: A Global Leader in the Athletic Apparel Industry
    Netflix
    Netflix: A Leader in Global Entertainment
    Visa
    Visa: An Undisputed Leader in the Global Financial Services Industry
    Tesla
    Tesla: A Leader in Innovation and Market Position
    acidity tips
    বুক জ্বালাপোড়া দূর করার কার্যকর ঘরোয়া উপায়
    IVY
    আমাকে নিতে হলে দিনেই নিতে হবে : আইভী
    Narayanganj
    আইভীকে আটকে অভিযান, পুলিশকে ঘিরে ধরেছেন সমর্থকরা
    Samsung Galaxy S23 Price in Bangladesh & India with Full Specifications
    Samsung Galaxy S23 Price in Bangladesh & India with Full Specifications
    Samsung Galaxy Z Fold 4 Price in Bangladesh & India with Full Specifications
    Samsung Galaxy Z Fold 4 Price in Bangladesh & India with Full Specifications
    Samsung Galaxy S23 Ultra Price in Bangladesh & India with Full Specifications
    Samsung Galaxy S23 Ultra Price in Bangladesh & India with Full Specifications
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.