আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। এ খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক স্ত্রী রিয়ামনি।

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রিয়ামনির করা মামলায় হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে গত ১২ নভেম্বর রিয়ামনির দায়ের করা মামলায় জামিনের শর্ত ভঙ্গ করার দায়ে হিরো আলমের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর তিন দিনের মাথায় হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
দেশের সংবাদমাধ্যম রিয়ামনির সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোনে তিনি বলেন, আমিও খবর শুনেছি। আমার সঙ্গে হওয়া অপরাধের বিচার চাই। বাধ্য হয়ে আমি আইনের কাছে গিয়েছি। আইনের প্রতি আমার আস্থা ও ভরসা রয়েছে।
এর আগে ১৩ নভেম্বর রিয়ামনি সংবাদমাধ্যমে অভিযোগ করেন দুধ দিয়ে গোসল করে জনসম্মুখে তালাক দেয়ার পরও কেন আইনিপ্রক্রিয়ায় তাকে ডিভোর্স দিচ্ছেন না হিরো আলম। বরং নানারকমভাবে বুলিং ও হুমকি দিচ্ছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়নে ছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার তৃতীয় স্ত্রী রিয়ামনি। প্রথমে বাবার অসুস্থতার সময় স্ত্রীকে পাশে না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন হিরো আলম। এর কিছুদিন পরই তিনি জানান স্ত্রীর পরকীয়াসহ পারিবারিক একাধিক অভিযোগ। যদিও অভিযোগ তোলার পর বেশ কয়েকবার একসঙ্গে আবেগী মুহূর্তে দেখা গেছে এ দম্পতিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



