
একটি অনলাইন প্ল্যাটফর্মের সাক্ষাৎকারে হিরো আলম একজন বিনোদন দুনিয়ার মানুষ হিসেবে কেন রাজনীতিতে এলেন মানে এমপি নির্বাচন করলেন। তা জানতে চাওয়া হয়। উপস্থাপিকা বলেন যে একজন এন্টারটেইনারকে সাধারণত মানুষ রাজনীতিতে জড়িয়ে পড়া পছন্দ করেন না।
এ নিয়ে হিরো আলম বলেন, দেখুন আমার সব কিছুতেই দোষ। কোনো কিছুই ওদের সহ্য হয় না। যখন ভাইরাল হলাম মানুষ কইলো ও আবার কিসের হিরো। পরে তো নিজে সিনেমা প্রযোজনা করে হিরো হলাম। আবার নির্বাচন করলাম। সেটা নিয়াও সমস্যা।
তিনি উদাহরণ টেনে বলেন, মমতাজ, নায়ক ফারুক, মাশরাফী, কবরী আপা সবাই তো এন্টারটেইনার। তারা রাজনীতি করলে যদি সমস্যা না হয়। আমি করলেই দোষ? আমি কী দোষ করছি। আমি নির্বাচিত হইনি। তবে আমার ক্যাম্পেইন থেকে শুরু করে সবখানেই সফল ছিলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



