সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। প্রতিনিয়তই ফ্যানদের চমক দিতে ভালোবাসেন। নিয়ে আসেন মজার মজার সব কনটেন্ট। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন হিরো আলম। এ নিয়ে কাজও শুরু করে দিয়েছেন হিরো আলম। এ প্ল্যাটফর্মে হিরো আলমের গান, সিনেমাসহ সব কাজ পাওয়া যাবে। প্ল্যাটফর্মটির নাম রাখা হয়েছে ‘হিরো আলম সিনেমা’।
আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে হিরো আলম বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম করতে প্রচুর অর্থ প্রয়োজন। আমি আস্তে আস্তে করবো। ধাপে ধাপে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি।’
ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসার কারণ জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আমার তিনটা ছবি মুক্তি দিতে চাই। কাজ শেষ। কিন্তু করোনার কারণে হলে মুক্তি দিতে সাহস পাচ্ছি না। এজন্য ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি। যার ইচ্ছে হবে, দেখবে।’
হিরো আলম স্থানীয় ও সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরেছেন। তিনি জানিয়েছেন, আবারও জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) থেকে অংশ নেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।