বিনোদন ডেস্ক: তাঁকে ঘিরে বিতর্ক অনেক। কিন্তু তাঁকে উপেক্ষা করেও থাকা যায় না। তিনি হিরো আলম। এই ইউটিউবার একাধারে গায়ক এবং অভিনেতাও বটে।
যদিও তাঁর গান বা অভিনয় নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ রয়েছে। সম্প্রতি ওপার বাংলার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন হিরো আলম।
ভারতীয় গণমাধ্যমের কল্যাণে খবরটি প্রকাশ হতেই ট্রোলের বন্যায় ভেসে যান এই কনটেন্ট ক্রিয়েটর। তবে আপনি জানেন কি— হিরো আলমের জীবনের আলোকে সিনেমা বানাতে চেয়েছিল বলিউড। মঙ্গলবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ঢাকা মেইল।
প্রতিবেদনে বলা হয়, ইনামুল হক নামে একজন বলিউড অভিনেতা ও চিত্রনাট্যকার হিরো আলমের বায়োপিক নির্মাণ করতে চেয়েছিলেন। তার জীবন-সংগ্রামের কাহিনী তুলে ধরতেই সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। দিয়েছিলেন প্রস্তাবও। কিন্তু শেষ পর্যন্ত কাজটি আলোর মুখ দেখেনি।
ইনামুল হক গণমাধ্যমটিকে জানান, নিজের বায়োপিকে নিজেই অভিনয়ের দাবি জানিয়েছিলেন হিরো আলম। কিন্তু তাতে রাজি ছিলেন না তিনি। তার চরিত্রে বলিউডের অন্য একজন অভিনেতাকে বেছে নিয়েছিলেন।
পরে হিরো আলমকে বিষয়টি বোঝালে তা মেনে নেন। কিন্তু বায়োপিকের স্বত্ত্ব বিক্রি বাবদ এক কোটি টাকা দাবি করে বসেন তিনি। তার এমন আকাশচুম্বী অর্থ দাবির কারণে সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যান ইনামুল।
ইনামুল হক ‘ফিল্মিস্তান’, ‘এয়ারলিফট’, ‘জলি এলএলবি-টু’সহ বেশিকিছু ছবিতে অভিনয় করেছেন। ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। এ ছাড়া অমিতাভ বচ্চন ও হেমা মালিনী অভিনীত ‘বুদ্ধা হোগা তেরা বাপ’ ছবির তিন লেখকের একজন ছিলেন তিনি।
এদিকে এর আগে শোনা গিয়েছিল, বলিউডের ‘বিজু—দ্য হিরো’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করবেন হিরো আলম। চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। কিন্তু প্রযোজক না পাওয়ায় সেটি আর হচ্ছে না।
ডিভোর্সি পুরুষের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ভারতের সাবেক বিশ্ব সুন্দরী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।