জুমবাংলা ডেস্ক : হিলির আড়তগুলোতে বেড়েছে সব ধরনের চালের দাম। দুই দিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে প্রকার ভেদে ২ থেকে ৪ টাকা।
সরনা চাল ২ টাকা বেড়ে ৪৪ টাকা, আটাশ ৩ টাকা বেড়ে ৪৬ টাকা, মিনিকেট ৩ টাকা বেড়ে ৫০ টাকা এবং সম্পা কাটারি ২ টাকা বেড়ে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
দাম বাড়ার কারণ হিসেবে হিলি বাজারের বাজারের আড়তদাররা স্বপন জানান, মিল মালিকদের কাছে চালের দাম বাড়তি দামে কিনতে হচ্ছে। মিল মালিকরা ধান বেশি দামে কিনছেন সেজন্য তারা চালের দাম বেশি নিচ্ছেন। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।
এদিকে চাল কিনতে আসা ক্রেতারা জানান, হঠাৎ চালের দাম বেশি হওয়াতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।