জুমবাংলা ডেস্ক: নওগাঁ জেলায় চলতি রবি মৌসুমে ৪ হাজার ৫৩০ হেক্টর জমিতে পেঁয়াজ ও ৯৬০ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানিয়েছেন জেলার কৃষকরা ইতোমধ্যেই পেঁয়াজ ও রসুন চাষের প্রস্তুতি নিতে শুরু করেছেন। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও বীজ সরবরাহ কার্যক্রম হাতে নিয়েছে।
ধার্যকৃত লক্ষ্যমাত্রার জমি থেকে ৫৩ হাজার ৬৮১ টন পেঁয়াজ এবং ৯ হাজার ৪৩ মেট্রিক টন রসুন উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা।
জেলার ১১টি উপজেলায় পেঁয়াজ ও রসুন চাষের উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় পেঁয়াজ ৩৩০ হেক্টর জমিতে ও রসুন ১০০ হেক্টর জমিতে, রাণীনগর উপজেলায় পেঁয়াজ ৩৩৫ হেক্টর ও রসুন ৪৫ হেক্টর, আত্রাই উপজেলায় পেঁয়াজ ১৫৫ হেক্টর ও রসুন ৪০ হেক্টর, বদলগাছি উপজেলায় পেঁয়াজ ৫৬০ হেক্টর ও রসুন ১২০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় পেঁয়াজ ৪৪০ হেক্টর ও রসুন ৯০ হেক্টর, পতœীতলা উপজেলায় পেঁয়াজ ১৮৫ হেক্টর ও রসন ৪৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় পেঁয়াজ ৭০০ হেক্টর ও রসুন ১১০ হেক্টর, সাপাহার উপজেলায় পেঁয়াজ ৫১৫ হেক্টর ও রসুন ৩৫ হেক্টর, পোরশা উপজেলায় পেঁয়াজ ১২০ হেক্টর ও রসুন ১৫ হেক্টর, মান্দা উপজেলায় পেঁয়াজ ৮৮৫ হেক্টর ও রসুন ২৫০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় পেঁয়াজ ৩০৫ হেক্টর ও রসুন ১১০ হেক্টর জমিতে চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।