জুমবাংলা ডেস্ক: হযরত মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি ও হযরত মাওলানা মামুনুল হককে সম্পাদক করে ১১১ সদস্যের হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে খিলগাওয়ের একটি মাদরাসায় এ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি জুনায়েদ আল হাবীব বলেন, হেফাজতে ইসলামে কোনো কোন্দল নাই, ছিলো না, সামনেও থাকবে না। ইসলাম, সুন্নাহ ও কোরআন বিরোধীতার বিরুদ্ধে অবস্থান অব্যহত থাকবে বলেও জানান তিনি। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে হেফাজতে ইসলাম গঠিত নয়নি বলেও জানান আলেমগন।
এ সময় মহানগরের নতুন সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বলেন, ভাস্কর্যসহ ইসলাম বিরোধী সব কাজের বিরুদ্ধে আগের মতই অবস্থান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


