স্পোর্টস ডেস্ক: হংকংয়ের বিপক্ষে ৪৪ বলে ৫৯ রানের ঝলমলে এক ইনিংস খেলেন বিরাট কোহলি। তার মাঝে যেন চেনারূপ ফিরে আসছে। তিন নম্বরে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের সঙ্গে অপরাজিত ৯৮ রানের জুটি গড়েন ডানহাতি ব্যাটসম্যান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুধু দর্শকদেরই নয়, প্রতিপক্ষ খেলোয়াড়দেরও মুগ্ধ করেছেন কোহলি। ৪০ রানের হারের পর হংকং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারকে দিয়েছে বিশেষ উপহার।
বছরখানেক ধরে কোনও ধরনের ক্রিকেটেই ফর্মে নেই ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। তারপরও তিনি অনেকের কাছে অনুপ্রেরণা, যেমন হংকংয়ের ক্রিকেটারদের কাছে। ম্যাচ শেষে তাকে উজ্জীবিত করা বার্তা দিয়ে জাতীয় দলের জার্সি দিয়েছে দলটি।
ওই বার্তায় লেখা, ‘একটি প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। আমরা আপনার সঙ্গে আছি। সামনে আরও অনেক দারুণ দিন আছে। শক্ত থাকুন, অবিরাম ভালোবাসা, টিম হংকং।’ জার্সির ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে কোহলি লিখেছেন, ‘ধন্যবাদ হংকং ক্রিকেট। এই অভিব্যক্তি সত্যিই দারুণ এবং খুব খুব মিষ্টি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।