জুমবাংলা ডেস্ক : পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। গত দুদিন ( ৯ ও ১০ আগস্ট) ঢাকা ছেড়েছেন অনেকেই। আজও (রোববার) ঢাকা ছাড়ছেন অনেক ঘরমুখো মানুষ।
ঢাকা থেকে বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়া বাসের আগাম টিকিট সংগ্রহ করতে পারেননি অনেকেই। তারা ঈদের আগের দিন (রোববার) কাটা লাইনে (ভেঙে ভেঙে) যাচ্ছেন।
আবার অনেকে জ্যামের কথা চিন্তা করে মাওয়া ঘাট পর্যন্ত ভেঙে যাচ্ছেন। এ রুটের ভাড়া ৭০ টাকা হলেও এখন যাত্রী বেড়ে যাওয়ায় ২০০ টাকা করে নিচ্ছে এরুটের অধিকাংশ বাস।
রোববার রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ঘুরে এ চিত্র দেখা গেছে।
ফুলবাড়িয়া বাস টার্মিনালের পাশেই আরাম বাসের টার্মিনাল। এখান থেকেই ছেড়ে যাচ্ছে মাওয়ার বাস। বাসের হেলপাররা যাত্রীদের ডাক দিচ্ছেন ‘মাওয়া’ ২০০ টাকা। যাত্রীরা অনেকটা নিরুপায় হয়ে এসব বাসেই উঠছেন। টিকেটে ৭০ টাকা লেখা থাকলেও ২০০ টাকা করে নেয়া হচ্ছে।
মাদারীপুরের বাসিন্দা ও মাওয়া ঘাটগামী আতিকুর রহমান বলেন, ‘ঈদসহ বিভিন্ন উৎসবের সময় এই রুটে ভাড়া কয়েক গুণ বেড়ে যায়। মাওয়া ঘাটে ৭০ টাকা ভাড়ার নেয়া হচ্ছে ২০০ টাকা। এগুলো দেখার কেউ নেই।’
নারায়ণগঞ্জের একটি কারখানার কর্মচারী রবিউল হাসান বলেন, ‘ছুটি পাইনি। তাই আজ বাড়ি যাচ্ছি। নারায়ণগঞ্জ থেকে গুলিস্তান আসতে বাড়তি টাকা দিতে হয়েছে।’
তিনি বলেন, ‘মাদারীপুর যাবো। গুলিস্তান থেকে ওই রুটের কোন গাড়িই নেই। তাই মাওয়া গিয়ে লঞ্চে পার হয়ে অন্য বাসে যাবো। গুলিস্তান থেকে মাওয়ার ভাড়া ৭০ টাকা, নেয়া হচ্ছে ২০০ টাকা। কার কাছে কষ্টের কথা বলবো। ৭০ টাকার ভাড়া ১০ টাকা বেশি নিতে পারে, তাই বলে ১৩০ টাকা বেশি নিবে? কার কাছে চাবো এর বিচার?’
মাওয়াগামী যাত্রী রায়হান খান বলেন, ‘প্রতি ঈদসহ বিভিন্ন উৎসবে বাড়তি ভাড়া নেয়া হয়। আমরা অসহায়ের মতো তাদের দাবি অনুযায়ী বাড়তি টাকা দেই। এগুলো দেখার কেউ নেই।’
অতিরিক্ত ভাড়ার কারণ জানতে চাইলে আরাম বাসের হেল্পার লোকমান বলেন, ‘ভাই আমাদেরতো ঈদ আছে। যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নিয়ে পরিবার নিয়ে ঈদ করবো। ঈদে যাত্রীরা না দিলে কই পাবো?’
মাওয়া রুটে অতিরিক্ত ভাড়া নেয়ার কারণ জানতে চাইলে বাসচালক এবং কন্ডাক্টর কেউই কথা বলতে রাজি হয়নি।
গুলিস্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযোগ কেন্দ্রে দায়িত্বরত পল্টন থানার এএসআই শহিদ হোসেন বলেন, ‘যাত্রীদের নিরাপত্তার জন্য সারাদিন সিভিলে এবং পোশাকে পুলিশ ডিউটি করছে। আমাদের কাছে কেউ বাড়তি ভাড়ার বিষয়ে অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।