
স্পোর্টস ডেস্ক : ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার সবকিছুর আগে খেলোয়াড়দের নিরাপত্তার দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। পেস বোলার হোক কিংবা স্পিনার সকলের বিপক্ষে ব্যাটসম্যানকে হেলমেট পরে খেলা বাধ্যতামূলক করতে বলেছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের একটি ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরির মালিক শচীন। রান নেওয়ার সময় পাঞ্জাব ক্রিকেটারের থ্রো করা একটি বল গিয়ে লাগে বিজয় শঙ্করের হেলমেটে। তাৎক্ষনিক মাটিতে শুয়ে পড়েন হায়দরাবাদ অলরাউন্ডার।
বাজেভাবে তার ব্যথা পাওয়া দেখে মাথায় হাত বেঞ্চে বসে থাকা অন্য ক্রিকেটারদের। টিম ডক্তরও ছুটে আসেন মাঠে। সেবা নিয়ে সুস্থ হয়ে যান শঙ্কর। ওই ঘটনাকে উদাহরণ হিসেবে টেনেছেন শচীন। যদি শঙ্কর স্পিনের বিপক্ষে হেলমেট ছাড়া খেলতেন এবং থ্রো করা বল মাথায় এসে লাগতো তবে বিপদ ঘটে যেতে পারতো। সেজন্য তিনি ব্যাটিংয়ের সময় হেলমেট বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছেন।
টুইট করে আইসিসিকে সতর্ক বার্তা পাঠিয়েছেন। বিষয়টি নিয়ে ভাববার পরামর্শ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক শচীন লিখেছেন, ‘ক্রিকেট আগের থেকে অনেক বেশি দ্রুততম হয়েছে। কিন্তু খেলাটা কি নিরাপদ হয়েছে? সম্প্রতি আমরা একটা ঘটনার সাক্ষী হলাম। যেটা হেলমেট না থাকলে খারাপ কিছু হতে পারতো। পেশাদার ক্রিকেটে তাই ব্যাটসম্যানদের জন্য হেলমেট বাধ্যতামূলক করা উচিত। আইসিসিকে অনুরোধ করবো বিষয়টির দিকে নজর দিতে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।