বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : জাপানি হোন্ডার তৈরি বেশ কয়েকটি মডেলের মোটরসাইকেলে ভয়াবহ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এসব বাইক বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে। জানুন কোন কোন মডেলের মোটরবাইকের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়েছে।
হোন্ডার রিকলের তালিকায় থাকা বাইকগুলোর মধ্যে রয়েছে CB350, CB350RS, CB300R, CB300F এবং Highness CB350।
জানা গিয়েছে, এগুলোর হুইল স্পিড সেন্সর এবং ক্যামশ্যাফ্টে সমস্যা থাকার আশঙ্কা করছে কোম্পানি। জানানো হয়েছে, মোল্ডিংয়ে ত্রুটি থাকতে পারে। ফলে হুইলের স্পিড সেন্সরে পানি ঢুকে যেতে পারে। এতে আরও বড় সমস্যা দেখা দিতে পারে।
হোন্ডা বলেছে, এর ফলে স্পিডোমিটার, ট্র্যাকশন কন্ট্রোল বা এবিএসে বড়সড় সমস্যা দেখা দিতে পারে। যা চূড়ান্ত বিপত্তি ডেকে আনতে পারে। যদিও এই সমস্যার কারণে কতগুলো বাইক রিকল করা হয়েছে, সেই সংখ্যা প্রকাশ করেনি হোন্ডা। তবে কোম্পানি সূত্রে খবর, এগুলো অক্টোবর, ২০২০ থেকে এপ্রিল, ২০২৪-এর মধ্যে নির্মিত হয়েছে।
CB350, CB350RS এবং Highness CB350-এর ক্যামশ্যাফ্টে ত্রুটি রয়েছে। এগুলো জুন, ২০২৪ থেকে জুলাই, ২০২৪-এর মধ্যে তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। হোন্ডা বলেছে, বাইকে সমস্যা থাকতে পারে এমন ক্রেতাদের সঙ্গে হোন্ডার পক্ষ থেকে যোগাযোগ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।