Advertisement
জুমবাংলা ডেস্ক : কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর ইউএনবি’র।
রবিবার উপজেলায় ইউএনও ও তার সরকারি গাড়িচালক, পিয়ন, নাইটগার্ডসহ নতুন করে মোট ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে।
ইউএনও উপজেলায় তার সরকারি বাসভবনে এবং অন্যরা নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
তাপ্তি চাকমা তার কোভিড-১৯ পজিটিভের বিষয়টি নিশ্চিত করে জানান, তার দুবছরের ছেলে সন্তান, স্বামী, শাশুড়ি ও কাজের মেয়ে রয়েছেন। তারা সকলেই ভালো আছেন।
‘আমার করোনা পজিটিভ এসেছে। তবে তেমন কোনো উপসর্গ নেই আমার। শুধু হালকা গলাব্যথা আছে। তবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি,’ বলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



