বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Whatsapp-এ হাই রেজলিউশন ছবি পাঠানো যায়। কোনও রকম রেজলিউশন রিডিউস না করে সেই ছবি পৌঁছবে নির্দিষ্ট ব্যক্তির কাছে। কিন্তু এর জন্য নির্দিষ্ট কোনও অপশন নেই। তবে বিশেষ দুটি পদ্ধতিতে এই কাজ করা সম্ভব। জানুন সেই পদ্ধতি-
শুধু কথাবার্তা নয়, বিভিন্নভাবে এখন ব্যবহার করা হয় Whatsapp। কোনও গুরুত্বপূর্ণ ফাইল পাঠানো থেকে ছবি বা ভিডিয়ো। যে কোনও কিছু ট্রান্সফারের ক্ষেত্রে সবার থেকে এগিয়ে রয়েছে Whatsapp। কিন্তু এই Whatsapp-এই রয়েছে একটি সমস্যা। যার ফলে অনেকেই ছবি পাঠানোর ক্ষেত্রে Whatsapp-কে অগ্রাধিকার দিতে পছন্দ করেন না।
Whatsapp-এর মাধ্যমে কোনও ছবি পাঠালে সেটির রেজলিউশন অনেক কমে যায়। Whatsapp-এ যেহেতু ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম তাই ডেটা ট্রান্সফারও অতি দ্রুত হয়। সেকারণে ছবি বা ভিডিয়ো ট্রান্সফারের ক্ষেত্রে 70 শতাংশ রেজলিউশন কমিয়ে দেয়। এর ফলে কোনও গুরুত্বপূর্ণ ছবির কোয়ালিটি অনেক খারাপ হয়। এমনকী ছবির মধ্যে যে ডিটেলিং থাকে তা নষ্ট হয়ে যায়।
যদিও Whatsapp-এ হাই রেজলিউশন ছবি পাঠানো যায়। কোনও রকম রেজলিউশন রিডিউস না করে সেই ছবি পৌঁছবে নির্দিষ্ট ব্যক্তির কাছে। কিন্তু এর জন্য নির্দিষ্ট কোনও অপশন নেই। তবে বিশেষ দুটি পদ্ধতিতে এই কাজ করা সম্ভব। জানুন সেই পদ্ধতি-
স্টেপ 1- প্রথমে Whatsapp ওপেন করুন এবং সেটিংস অপশনে ক্লিক করুন।
স্টেপ 2- এরপর স্টোরেজ এবং ডেটা (Storage and Data) অপশনটি ট্যাপ করুন।
স্টেপ 3- মিডিয়া আপলোড কোয়ালিটি (Media Upload Quality) অপশনে ট্যাপ করে বেস্ট কোয়ালিটি অপশনটি বেছে নিন।
এই পদ্ধতির একটি বড় সুবিধা হল একবার সম্পন্ন করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। বেস্ট কোয়ালিটি অপশন সিলেক্ট করলেই পরবর্তী সব ইমেজ হাই কোয়ালিটির সেন্ড হবে। আলাদা করে কিছু সেট করতে হবে না।
এছাড়াও আরও একটি উপায় রয়েছে। এটি আরও উন্নত মানের ছবি পাঠানো সম্ভব।
স্টেপ 1- যাঁর কাছে ছবি পাঠাতে চাইছেন তাঁর চ্যাট উইন্ডো ওপেন করুন।
স্টেপ 2- এরপর ক্লিপ আইকনে ক্লিক করুন।
স্টেপ 3- সেখান থেকে সিলেক্ট করতে হবে ডকুমেন্ট আইকনটি। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যালবামের কোন ছবিটি পাঠাতে চাইছেন তা জানতে চাইবে। পছন্দের ছবিটি সিলেক্ট করে সেন্ড করে দিন।
এই পদ্ধতিতে আরও উন্নতমানের ছবি ট্রান্সফার সম্ভব। যদিও যাঁকে পাঠানো হল তিনি ছবিটি যতক্ষণ না পর্যন্ত ডাউনলোড করছেন ততক্ষণ দেখতে পাবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।