হোয়াটস অ্যাপে আসছে চ্যাটলকের সুবিধা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হোয়াটস অ্যাপ এর ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আরও মনোযোগী হয়েছে। সেজন্য তারা হোয়াটস অ্যাপে চ্যাট লক করার ফিচার যুক্ত করছে।
ওয়াবেটাইনফোর এক তথ্যে জানা যায়, আপনার নির্দিষ্ট কোনো কন্টাক্টকে আপনি লুকিয়ে ফেলতে পারবেন এই ফিচারটি যুক্ত হলে। এর নোটিফিকেশন বা মেসেজ পড়তে হলে ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট বা পাসকোডের ব্যবহার করে দেখতে পারবেন।
নিরাপত্তার এই বিষয়টি সংযুক্ত করায় হোয়াটস ব্যবহারকারীরা আরও নিয়ন্ত্রণ পাবে বলেই ধারণা করা হচ্ছে। কবে নাগাদ এই নতুন ফিচার যুক্ত হবে তা অবশ্য জানানো হয়নি। তবে এর ঘোষণা টেক জগতে সাড়া জাগিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।