
বিনোদন ডেস্ক : হোয়াটসঅ্যাপ গ্রুপে মাদক নিয়ে কথা বলার দায় স্বীকার করে ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে স্বীকারোক্তি দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। খবর ভারতীয় গণমাধ্যম নিউজ১৮’র।
Advertisement
তবে মাদক নিয়ে কথা বলার দায় স্বীকার করলেও তিনি নিজে মাদক সেবন করেননি বলে জানিয়েছেন এই নায়িকা।
মাদক নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন ছিলেন দীপিকা। সেখানে তার নাম ‘ডি’ নামে লেখা ছিল সেখানে। সেই গ্রুপে ছিলেন দীপিকার ম্যানেজার কারিশমা, সুশান্ত সিনহার প্রাক্তন ম্যানেজার জয়া সাহা ও আরও অনেক নায়িকার ম্যানেজাররা।
একই সাথে, মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানকেও জিজ্ঞাসাবাদ করছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


