বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শিগগিরই মেসেজ রিঅ্যাকশন ফিচার আনতে যাচ্ছে মেটা নিয়ন্ত্রণাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জারে এ ফিচার নিয়ে কাজ করার পর এবার হোয়াটসঅ্যাপেও চালু হচ্ছে ফিচারটি।
কয়েক মাস আগে থেকেই ফিচারটির উন্নয়নে কাজ শুরু হয়। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মেসেজে বিভিন্ন ইমোজির সাহায্যে রিঅ্যাকশন দিতে পারবেন ।
ওয়েবেটাইনফোর এক প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচার মেসেজ রিঅ্যাকশন খুব তাড়াতাড়ি চালু করতে পারে। প্লাটফর্মটির সর্বশেষ বেটা ভার্সনে এটি যুক্ত করা হয়েছে। এটি ব্যবহারে আইওএস ইউজারদের সেটিং পরিবর্তন করতে হবে।
এজন্য নোটিফিকেশন পাঠানো হবে। হোয়াটসঅ্যাপ মেসেজ রিঅ্যাকশন ফিচার লঞ্চ না করলেও সেটি পরীক্ষা করার কাজ শুরু হয়ে গিয়েছে আইওএস বিটা টেস্টারে। রিপোর্ট বলছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার মেসেজ রিঅ্যাকশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইউজাররা নির্দিষ্ট মেসেজে তাদের রিঅ্যাকশন দিতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ইউজাররা নির্দিষ্ট ছয়টি ইমোজির মাধ্যমে তাদের রিঅ্যাকশন জানাতে পারবেন। এই ছয়টি ইমোজি হলো লাইক, লাভ (হার্ট), লাফ, সারপ্রাইজ, স্যাড ও থ্যাংকস। এই ছয়টি ইমোজি ছাড়াও হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে অন্য কোনো ইমোজি ব্যবহার করা যাবে কিনা, এ বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।