স্পোর্টস ডেস্ক: অনেকটা কাছে গিয়েও টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জেতা হলো না কিলিয়ান এমবাপ্পের। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে দুর্দান্ত খেলেছেন ২৩ বছরের এই তরুণ। করেছেন হ্যাটট্রিক। কিন্তু বিশ্বকাপ শিরোপাটা যেন চাইছিল লিওনেল মেসির স্পর্শ।
গোল্ডেন বুট পুরস্কারজয়ী এমবাপ্পেকে তাই মলিন মুখেই মাঠ ছাড়তে হয়েছে।
শিরোপার ফয়সলা হওয়ার পরও শান্তি নেই এমবাপ্পের। একের পর এক খোঁচা হজম করতে হচ্ছে। বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে লাতিন ফুটবলের সমালোচনা করে বলেছিলেন, ‘ইউরোপের ফুটবল যতটা এগিয়েছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে ততটা এগোতে পারেনি দক্ষিণ আমেরিকার ফুটবল। সে কারণেই শেষ বিশ্বকাপগুলোয় কেবল ইউরোপের দলগুলোই জিতেছে। ’
ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের ২০ বছর পর লাতিন আমেরিকান দেশ হিসেবে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মাঝের সময়টায় রাজত্ব করেছে ইউরোপিয়ান দলগুলো। তাই এমবাপ্পেকে খোঁচা দিতে ছাড়েননি চিলির মিডফিল্ডার আরতুরো ভিদাল। সোশ্যাল সাইটে এমবাপ্পেকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘লাতিনদের কাছ থেকে ফুটবলটা শেখো, যারা ফুটবলটা আবিষ্কার করেছে। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।