Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৪০ মিনিট ধরে সার্জারি করে বাঁচানো হলো ১ গ্রামেরও কম ওজনের মাছ। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। মলি নামক ক্ষুদ্রাকৃতির মাছটিকে বাঁচাতে করা হয়েছে অপারেশন।
মাত্র এক ইঞ্চি লম্বা এবং এক গ্রামের চেয়েও কম ওজনের মাছটিকে নিয়ে যেতে হয়েছে অপারেশন থিয়েটারে। মাছটির পাকস্থলীতে একটি টিউমার হয়েছিল। যা অপসারণের জন্য র্যাডিকাল সার্জারি করার প্রয়োজন হয়।
পরে দীর্ঘ ৪০ মিনিট ধরে চলে অপারেশন। পশু চিকিৎসক সনিয়া মাইলস এবং তার সহযোগী নার্স লরা ওয়ারেন এই অপারেশন করেন।
আরও অবাক করা বিষয় হলো এই অপারেশনে খরচ হয়েছে ১০০ ইউরো। মাছটি এখন সুস্থ আছে বলে জানান চিকিৎসক।
মূলত মলি নামক মাছটিকে উপহার হিসেবে পায় এক দম্পতি। কিছুদিন পরে তারা মলির টিউমারটি দেখেন এবং চিকিৎসকের কাছে নিয়ে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।