স্পোর্টস ডেস্ক: গতকালই পরাজয় কড়া নাড়ছিলো আফগানদের দড়জায়। প্রথম টেস্টের তৃতীয় দিনে মোঘ নিয়তির মতো তা ধেয়ে আসল। মাত্র এক ঘণ্টাতেই হার মানতে বাধ্য হয় আফগানিস্তান। ৯ উইকেটের সহজ জয় পেয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ। ৩১ রানের লক্ষ্যে ১ উইকেট হারিয়েই জয় পেয়ে গেছেন হোল্ডাররা।
সিরিজের একমাত্র টেস্টে তৃতীয় দিনে আজ সকালে ব্যাট করতে নেমে আফগানদের হয়ে বেশ কিছুক্ষণ ব্যাট করার দরকার ছিল অধিনায়ক রশিদ খানের। কিন্তু দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই হানা দেয় জেসন হোল্ডার। অফ স্টাম্পের বাইরের বলটা খোঁচা মেরে উইকেটকিপার শেন ডাওরিচকে ক্যাচ তুলে দিয়ে রশিদ ফিরেন ১ রান করে।
এরপর আমিন আহমাদজাই আর আফজার জাজাই চার ওভার টিকে ছিলেন ক্রিজে। কিন্তু আবার হোল্ডারের আঘাত। মাত্র ১২০ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। কালকের পর আজ খেলেছে মাত্র ৭ ওভার। ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩১ রান।
অল্প রান তাড়া করতে মোটেও সময় নেননি জোয়েল ক্যাম্পবেল। ওপেনিং এ নামা ক্যাম্পবেল সতীর্থ ক্রেইগ ব্রাথওয়েট ৮ রান করে ফিরে গেলেও ৩৮ বলেই লক্ষ্যটা টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৬ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন ক্যাম্পবেল, শেই হোপ ছিলেন ৬ বলে ৬ রান করে।
স্কোর:
আফগানিস্তান- ১৮৭ ও ১২০ অলআউট
ওয়েস্ট ইন্ডিজ- ২৭৭ ও ৩৩/১
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: রাহকিম কর্নওয়াল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।