জুমবাংলা ডেস্ক : মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৩৬ বছর বয়সী সেই ব্যক্তি কভিড-১৯ পজিটিভ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত হওয়ার পর মুজিবনগর উপজেলা লকডাউন করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সাথে মৃত ব্যক্তির চিকিৎসা ও দাফনের সংস্পর্শে আসায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ওসি তদন্ত, মেহেরপুর জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক নার্স ও ওয়ার্ড বয়সহ ১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
এদিকে প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্তাব্যক্তিরা কোয়ারেন্টিনে যাওয়ায় উপজেলায় ব্যাপক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ নিয়ে মেহেরপুর জেলায় দুজন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ওই ব্যক্তির দাফনে ও জানাজার জন্য যে কমিটি করা হয়েছিল তারা এগিয়ে না আসায় আমি নিজেই জড়িয়ে যাই এ কাজে। পাঁচজন ইমামকে ডাকার পর একজন ইমাম জানাজার জন্য এগিয়ে আসেন। দাফনের জন্য করা কমিটিও এগিয়ে আসেনি। পরে মৃত ব্যক্তির পরিবারের তিনজন ও আমি ওসি তদন্তসহ তিনজন দাফনে অংশ নেই। তাই আমাদের হোম কোয়ারেন্টিনে যেতে হচ্ছে। পাশাপাশি মুজিবনগর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, ‘মারা যাওয়া এই ব্যক্তি এবং আক্রান্ত আরেকজন ব্র্যাকের যক্ষাকর্মী; দুজনের সাথে উপজেলার অনেক লোকের মেলামেশা হয়েছে। আমরা অনেকে মৃত ব্যক্তির দাফনে অংশ নিয়েছি। আর মৃত ব্যক্তিরও আগে যেহেতু কোন উপসর্গ ছিল না, যার ফলে তার সাথে অনেকে মেলামেশা করেছেন। তাই করোনা ভাইরাস মোকাবেলা কমিটি উপজেলাটি লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।
মেহেরপুর সির্ভিল সার্জন নাসির উদ্দীন জানিয়েছেন, বুধবার করোনা উপসর্গ নিয়ে একজন মৃত্যুবরণ করেন। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পাশাপাশি তার দাফনের জন্য সব ব্যবস্থা নেয় মুজিবনগর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে করোনা পজিটিভ আসলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারসহ যারা যারা এ দাফনের সাথে এবং জীবিত থাকতে চিকিৎসা দেওয়া চিকিৎসকসহ সংশ্লিষ্ট ১৮ জনকে হোম কোয়ারেন্টিন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।