বিনোদন ডেস্ক : এক বছরের মধ্যেই পরিবারের তিন প্রিয় সদস্যকে হারিয়েছেন বলিউডের শক্তিমান অভিনেতা মনোজ বাজপেয়ী। বাবা ও শ্বশুরের পর এবার প্রয়াত হলেন মনোজের শাশুড়ি শাকিলা রাজা। প্রায় ১২ বছর ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন তিনি।
খবর পাওয়া মাত্রই দিল্লি ছুটে গিয়েছেন মনোজ। করেছেন শুট বাতিল। গত বছরই প্রয়াত হন অভিনেতার বাবা আরকে বাজপেয়ী। বয়স হয়েছিল ৮৩ বছর। এর পর গত বছরেই প্রয়াত হন স্ত্রী শাবানা বাজপেয়ীর বাবাও। এবার শাবানা হারালেন তার মা’কে। বিহারের ছেলে মনোজ।
দিল্লি এসেছিলেন লেখাপড়া করতে। তারপর সিনেমায় অভিনয় করবেন বলে মুম্বাই চলে আসেন। বেশ কিছু বছর সেভাবে প্রচারের আলোয় ছিলেন না মনোজ। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের রমরমায় ফের বিপুল কাজের সুযোগ আসে তার কাছে। ‘ফ্যামিলি ম্যান’, ‘রে’-এর মতো সিরিজের অফার পান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বলেছেন, ওটিটি প্ল্যাটফর্মে দারুণ সব অভিনেতারা কাজ করছেন। তাদের পারফরম্যান্স সত্যিই দারুণ উপভোগ্য। প্রতি মুহূর্তে তাদের থেকে আমি শিখি। ভাবতে অবাক লাগে, এতদিন ইন্ডাস্ট্রি সেই ভাবে সুযোগ দেয়নি এই অভিনেতাদের। কিন্তু ওটিটি আসার পর গোটা পরিস্থিতিটাই পালটে গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।