জুমবাংলা ডেস্ক : করোনা সংকটে যারা ত্রাণ নিয়ে নয় ছয় করছেন তাদের হুঁশিয়ারি করে বলতে চাই, ত্রাণ নিয়ে কোনো প্রকার নয়-ছয় করতে দেবো না। ধরতে পারলে তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
সোমবার (১৩ এপ্রিল) র্যাব ফোর্সেস থেকে বিদায়ের প্রাক্কালে অনলাইনে সাংবাদিকদের সাঙ্গে মতবিনিময়ের সময় র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ এসব কথা বলেন।
র্যাব ডিজি বলেন, এই সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে তাদের হক ত্রাণ নিয়ে নয় ছয় করবেন, তা বরদাস্ত করব না। ধরতে পারলে তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
র্যাবের ডিজি বলেন, আবার কেউ কেউ এক সের চাল দিতে গিয়ে ২০ জন মানুষকে একত্রিত করে। যাদের সাহায্যের প্রয়োজন তাদের বাড়ি বাড়ি গিয়েও দিয়ে আসা যায়। এতে শৃঙ্খলা থাকে। লোকসমাগম করার তো দরকার নাই।
সবার উদ্দেশ্যে তিনি বলেন, নূন্যতম প্রয়োজন ছাড়া কোথাও বের হবেন না। এই পরিস্থিতিতে ঘরের বাইরে যাওয়ার চিন্তাও করবেন না। এই মহামারী থেকে রক্ষা পেতে ব্যক্তি সচেতনতা, পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতার, কোনো বিকল্প নেই।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel