বিনোদন ডেস্ক : ব্যস্ততাকে দূরে সরিয়ে এবার বিয়েবার্ষিকীর সময়টা একান্তে কাটানোর পুরোদস্তুর ব্যবস্থা করে ফেলল মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। সময়টাকে আনন্দময় করে কাটানোর জন্য বেছে নিলেন পাহাড়কে। রুইলুইপাড়া ও কংলাকে ১ হাজার ৮০০ ফুট উপরে কাটছে তাদের সময়।
সমতলভূমি থেকে পাহাড়ের ১ হাজার ৮০০ ফুট ওপরে মেঘের সঙ্গে খুব দারুণ সময় কাটছে তাদের। গত ৭ অক্টোবর বিয়েবার্ষিকী উপলক্ষে সাজেকের চিম্বল নামের একটি রেস্টুরেন্টে কেক কাটারও আয়োজন করা হয়।
পাহাড়ে বিবাহবার্ষিকী পালন প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, আসলে ব্যস্ততার জন্য কোনো কিছুই তো উপভোগ করার উপায় নেই। একটা ছুটি মিলে গেল। বলা যায় বিয়েবার্ষিকী একটা উপলক্ষ, এ উপলক্ষকে কেন্দ্র করেই পাহাড়ে চলে আসা।
সাজেকের পাহাড়ে এসে দারুণ উৎফুল্ল রোবেনা রেজা জুঁই। তিনি বলেন, খুবই সুন্দর জায়গা। এখানে এসে আমার খুব ভালো লাগছে। বিশেষ করে মেঘের মধ্যে থাকার একটা বিষয়, এটা অন্যরকম। মেঘের সঙ্গে ছবিও তুলেছি। আর সন্ধ্যায় আমাদের বিবাহবার্ষিকীর একটা ছোট আয়োজন হয়েছে এখানের একটি রেস্টুরেন্টে। সবকিছু মিলিয়ে খুব মজার সময় কাটছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।