জুমবাংলা ডেস্ক : শর্ত সাপেক্ষে গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করা হয়েছে।
শনিবার এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, শর্তসাপেক্ষে অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়ায় ফিরে যাবে।
গণপরিবহন
এই ঘোষণায় এখন থেকে বাসের দুই সিটের জায়গায় সিটে একজন করে না বসে আগের মত দুইজনই বসবে। বর্ধিত ভাড়া আর থাকবে না।
করোনার মহামারি প্রতিরোধে গণপরিবহন চলাচল বন্ধ করে সরকার। পরে গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর অনুমতি দেয়। প্রজ্ঞাপন দিয়ে আন্তঃজেলা ও দুরপাল্লার রুটে বাস-মিনিবাস চলাচলের ক্ষেত্রে ২০১৬ সালে নির্ধারিত ভাড়ার ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
করোনা মহামারীর মধ্যে গত ১ জুন থেকে সীমিত পরিসরে গণপরিবহন সেবা চালু হয়। করোনা সংক্রমণ রোধে দূরপাল্লার বাস, মিনিবাসসহ অন্যান্য পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে কম যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দেয় সরকার। আর বাস মালিকদের ক্ষতি পোষাতে ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে নেওয়ার কথা বলা হয়।
অভিযোগ ওঠে, বেশিরভাগ গণপরিবহনেই স্বাস্থ্যবিধির বালাই নেই। আগের চেয়ে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। রাজধানীসহ সারা দেশে একই অবস্থা। এতে এক রকম জিম্মি হয়ে পড়েন যাত্রীরা।
সরকারি নির্দেশ অমান্য করে বাড়তি ভাড়া নেওয়া হলেও তা বন্ধে এখন পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কোনো ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় চরম অসন্তোষ প্রকাশ করছেন যাত্রীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।