আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রবাসী বাঙালি বিজ্ঞানী অরবিন্দ মুখোপাধ্যায় ও তার স্ত্রী নীতা মুখোপাধ্যায় শান্তিনিকেতনে ১০ কোটি রুপি মূল্যের সম্পত্তি দান করেছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বভারতীর এ সাবেক শিক্ষার্থী অরবিন্দ মুখোপাধ্যায় জীবনের শেষবেলায় বিশ্বভারতীর কাছেই তার সম্পত্তির কাগজপত্র তুলে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এ দম্পতি উপাচার্যের হাতে সম্পত্তির কাগজপত্র তুলে দিয়েছেন।
মুর্শিদাবাদের একেবারে প্রত্যন্ত গ্রামে ছোটবেলাটা কেটেছে অরবিন্দ মুখোপাধ্যায়ের। সেখান থেকে শান্তিনিকেতনে পাঠভবনে পড়তে এসেছিলেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ড চলে যান। বিজ্ঞানের গবেষণায় তার অনেক অবদান।
কর্মসূত্রে থাকতেন লন্ডনে। ১৯৯৭ সালে শান্তিনিকেতনে একটি বিশাল অট্টালিকা বানান। অপূর্ব সুন্দর সেই অট্টালিকা। সেই সমস্ত সম্পত্তি তিনি তুলে দিলেন বিশ্বভারতীর হাতে।
ভারতের এ বিজ্ঞানী জানান, আমি এই বিশ্বভারতীর পাঠভবনে পড়তে এসেছিলাম। বাবা-মা আমায় খুব কষ্ট করে এখানে পাঠিয়েছিলেন। তারা পড়াশোনা করতে পারেননি। কিন্তু তাদের ইচ্ছা ছিল যাতে আমি কিছু পড়াশোনা করতে পারি। সবকিছু শিখেছি এখান থেকে। যা কিছু হয়েছে সবটা বিশ্বভারতীর জন্য।
তিনি আরও বলেছেন, আমার বয়স ৮০ বছর। এই বাড়িটা সবকিছু দিয়ে করেছি। শান্তিনিকেতনকে খুব ভালোবাসি। আমার চোখে খারাপ কিছুই পড়ে না। তবে এবার বুঝতে পারছি সময় এসেছে। শান্তিনিকেতনের চরণে দিয়ে চলে যাব ভেবেছিলাম। এবার সময় এসেছে। সব দিয়ে গেলাম। আর সময় নেই।
এ নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, একজন বিশ্বখ্যাত মানুষ সাড়ে ৬ কাঠা জমির জন্য বিশ্বকে উত্তাল করে দিচ্ছেন। আর একজন বিজ্ঞানী অরবিন্দ বাবু এত জমি ও বাড়ি দিয়ে দিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।