জুমবাংলা ডেস্ক : মাঝদুপুরে রোদের উঁকিঝুঁকি বেড়েছে। কুয়াশার দাপটও একটু কম। টানা চার দিনের তীব্র শীতের কষ্ট অন্তত দিনের বেলা কিছুটা কমেছে। তবে বিকালের পর থেকে শীতের দাপট খুব একটা কমেনি।
গতকাল শুক্রবারও দেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় কনকনে শীতের বাতাস ছিল।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ শনিবারও দেশের বিভিন্ন স্থানে শীতের বাতাস তীব্র থাকতে পারে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে ওই ১০ জেলাসহ বিভিন্ন স্থানে। সামগ্রিকভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দিনের রোদের দাপটও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ তাপমাত্রা কিছুটা কমলেও শীত বেশি থাকতে পারে। আজ সকাল ও রাতে কুয়াশা বেড়ে যেতে পারে। এতে কোথাও কোথাও রোদ বাড়লেও শীতের অনুভূতি বেশি থাকতে পারে। কুয়াশার দাপটে আজ বিকেল থেকে স্থল, নৌ ও আকাশপথে যান চলাচল ব্যাহত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ জেবুন্নেছা বলেন, আজও দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ চলার পর আগামীকাল রোববার তাপমাত্রা বাড়তে শুরু করবে। এতে আগামী কয়েক দিন শীত কমতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।