
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মিলগেটের কো-অপারেটিভ মার্কেটে তুলার গুদামে আগুন লাগে। এ সময় ১০টি গুদাম পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সকালে হঠাৎ করেই কো-অপারেটিভ মার্কেটে মাসুদ এন্টারপ্রাইজে তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পাশের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে উত্তরা টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ১০টি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে— বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



