বিনোদন ডেস্ক : কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল #10YearsChalange। আর এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন অনেক বলিউড তারকারা। এবার সেই তালিকায় নাম লেখানে টালিগঞ্জের তারকারাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া #10YearsChalange-এ যোগ দিলেন তাঁরা। এই #10YearsChalange অনুযায়ী সকলকে তাঁদের বর্তমান চেহারা ও ১০ বছর আগেকার চেহারার দুটি ছবি পাশাপাশি রেখে পোস্ট করতে হবে। আর এটাই করছেন তারকারা। এই তালিকায় নাম লিখিয়েছেন টালিগঞ্জের মিমি চক্রবর্তী। ১০ বছর কলেজ হোস্টেলে থাকাকালীন একটি ছবি পোস্ট করেছেন মিমি।
এদিকে সোশ্যাল মিডিয়ায় চলা #10YearsChalange গ্রহণ করে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী রাইমা সেন।
সোশ্যাল মিডিয়ায় ১০ বছরের পুরনো ছবি পোস্ট করেছেন অভিনেতা জিৎ তবে তিনি পুরনো ও বর্তমান দুটি পাশাপাশি রেখে পোস্ট করেননি।
View this post on InstagramYeh toh kab se #hero banna chahta tha? #Throwback #inmyteens #pose #dreams #aspirations
১০ নয়, ১৩ বছরের পুরনো একটি ছবি খুঁজে পেয়ে সেটাই পাশাপাশি রেখে পোস্ট করেছেন টালিগঞ্জের সুপারস্টার দেব।
View this post on InstagramTime flies so fast….13years have gone ….my #13years in one frame #DubaiDiaries
এদিকে ৬ বছরের পুরনো একটি ছবি পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে টালিগঞ্জের বুম্বা দা।
এখন দেখই যাক টালিগঞ্জের আর কোন তারকা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে এগিয়ে আসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।