১০ বছর প্রেমের পর বিয়ে, মালাবদলের আগে বরের কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : ১০ বছর প্রেমের পর বিয়ে, মালাবদলের আগে বরের কাণ্ড। শুভ পরিণতি হল ১০ বছরের প্রেমের। অবশেষে বিয়ে করলেন তাঁরা। আর সেই আবেগের মুহূর্ত ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

প্রেমের পর বিয়ে

বর্তমান যুগে সম্পর্ক গড়া সহজ। কিন্তু তা টিকিয়ে রাখা ততটাই কঠিন। তবে পরস্পরের প্রতি বিশ্বাস ও ভালবাসা থাকলে অতিক্রম করা যায় যে কোনও বাধা। আর সেটাই প্রমাণ করলেন স্বরূপ খাঁ ও পিঙ্কি সাহা।

এতদিনের অপেক্ষার পর অবশেষে বিয়ে করলেন তাঁরা। মালাবদলের আবেগঘন মুহূর্তে তাই জড়িয়ে ধরলেন পরস্পরকে। ভরিয়ে দিলেন ভালবাসার চুম্বনে। অতিথিদের তখন অনেকেরই চোখে জল।

YouTube video player