১০০ ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস যুক্ত হচ্ছে বিআরটিসির বহরে

জুমবাংলা ডেস্ক: ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় চলতি বছরেই বিআরটিসির বহরে ১০০ ইলেকট্রনিক ডাবল ডেকার এসি বাস যুক্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সকালে সচিবালয়ে ভারতের ডেপুটি হাইকমিশনার ডক্টর বিনয় জর্জের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ছবি-পিআইডি

ওবায়দুল কাদের জানান, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এছাড়া ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় বিআরটিসির জন্য ৩০০ ইলেকট্রনিক ডাবল ডেকার এসি বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে ১০০ বাস এ বছরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য আনার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সরকার ইলেকট্রনিক ভেহিকল নীতিমালা প্রণয়নে কাজ করছে। এ মাসের মধ্যেই নীতিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

পরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস নিয়ে নতুন যে নির্দেশনা