খুশির বাজারে ১০০ টাকায় মেলে ল্যাপটপ

১০০ টাকায় ল্যাপটপ

জুমবাংলা ডেস্ক : খুশির বাজার। যেখানে মাত্র ১০০ টাকায় মিলছে ল্যাপটপ ও মাইক্রোওয়েভ ওভেনসহ নানা পণ্য। কাপড়সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যও বিক্রি হচ্ছে নামমাত্র দামে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন অতিষ্ঠ! ঠিক সেই মুহূর্তেও মানুষের অভাব পূরণের এক আশ্রয়ের জায়গা “খুশির বাজার”।
১০০ টাকায় ল্যাপটপ
দেশে ক্রমাগত মূল্য বৃদ্ধির এই সময়ে অসহায় মানুষের সহায়তায় নেয়া হয়েছে এই উদ্যোগ। সকাল থেকেই মানুষের ভিড় থাকে দোকানে। লাইন দিয়ে মানুষ দাড়িয়ে থাকে দোকানে। নামমাত্র মূল্যে নিয়ে যান নিজেদের প্রয়োজনীয় দ্রব্য। থাকে শিক্ষার্থীদের জন্যও তাদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী।

এমনই চিত্র দেখা গেছে রাজধানীর মোহাম্মদপুরের একটি দোকানে। মূলত নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতেই ‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠানের এই উদ্যোগ। সুবিধাবঞ্চিত মানুষের জন্যই (অন্যের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে) তাদের নিয়মিত আয়োজন; সর্বনিম্ন ১০ টাকায় নানা ধরনের জিনিস বিতরণ।

আসবাবপত্র, জুতা, ফার্নিচার, কাপড়-চোপড় থেকে শুরু করে সবকিছুই পাবেন এখানে। বিভিন্ন বাসা থেকে সংগ্রহ করে প্রক্রিয়াকরণ শেষে তা স্মার্ট উপস্থাপন শোরুমের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় সুবিধাবঞ্চিত,অসহায়, নিম্ন আয়ের মানুষের কাছে।

১০ হাজার টাকায় ঘোড়া পাওয়া যায় যে হাটে